আর্ন্তজালে রাত্রিবাস

 

অনেক রাত পর্যন্ত কথা হল আর্ন্তজালে

তোমার সাথে, হঠাত তুমি নীরব হলে

এ’ আমার নিত্য অভ্যাস

এইটুকুই আমাদের সহবাস

বিদায় বলতে নেই

তাই আজ কিছু না বলে চলে যাব

বৃষ্টির ফোঁটা মুখে মেখে

জীবনকে আদিম হয়ে ভালবাসব

সাঁঝবাতির আলোতে কালবৈশাখীর উদ্দামতা

দেখব নির্বাক আমি ভাঙ্গা পাটাতনে দাঁড়িয়ে

আকশের বুক চিড়ে বিদ্যুত চমকাবে

আমি যাব বৃষ্টি ফোঁটায় হারিয়ে

ঘুম ভেঙ্গে উঠে সুর্য প্রণামের পর তুমি চোখ মেলে

দেখবে সোনালী রেশমী আঁচল ছড়ান রদ্দুর ঝলমলে

নীরবে পাবে তারে সকালের আলোয় মন্দ্র মেদূর

কবি বা যোদ্ধা চলে গেছে কোন অচেনা সুদূর...

 

সুপ্রতীক অরূপ ঘোষ

এপ্রিল ০২, ২০০৯