বাবাকে মনে পড়ে!

শেখ জলিল


জীবনের তেত্রিশটি বছর যে বাবা ছিলেন সার্বক্ষণিক আশীর্বাদের সেই বাবাকে নিয়ে কতোটুকু লেখা যায়! মা-বাবাকে নিয়ে লেখার কী শেষ আছে? পৃথিবীর তাবৎ সমুদ্রের পানি কালি করে লিখলেও কী শেষ হবে তাঁদের ঋণের কথা? প্রতি বছর এই সময়টাতে বাবাকে মনে পড়ে বেশি। অক্টোবর ৬, বাবার মৃত্যুদিবস। মৃত্যুদিবসে আমরা ভাইবোনেরা আসলে তেমন কিছুই করি না। বাবার জন্য একমাত্র দোয়া-দরূদই সম্বল। কেউ নিরবে নিভৃতে চোখের পানিও ফেলেন। যেমন আমি নিজে। যে ঘটনার জন্য আমার চোখে বেশি পানি আসে তার কথাই বলবো আজ।

আমার বাবা তেমন শিক্ষিত ছিলেন না। প্রাইমারির দোরগোড়া পেরিয়েছিলেন হয়তো। কৃষিই মূলত পেশা ছিলো বাবার। ভালো আরবি পড়তে পারতেন তিনি। বাংলায় চিঠি, হিসাব রাখা, বই পড়ার সামর্থ্যও ছিলো বেশ ভালো। বাবার হাতের লেখা খুব আবছা মনে পড়ে। হ্যা, ভালোই তো ছিলো। শেষ জীবনে বাবা গ্রামের মসজিদের ইমামতি করতেন। সে তুলনায় আমরা ভাইবোনেরা তেমন ধর্ম-কর্ম করিই না বলতে গেলে।

আমার বাবা একটাই বড়ো কাজ করে গেছেন। আমাদের সব ভাইবোনদের ভালোমতো মানুষ করেছেন। আমার বোনদের ভালো বিয়েও দিয়েছেন। সহায়-সম্পত্তি বলতে যা ছিলো তা আমাদের জন্য খুইয়েছেন। সে বিষয়ে আমাদের ভাইবোনদের কারো কোনো আফসোস নেই। কারণ জীবন চলার পথে আমাদের মেধাকে তিনি উত্তোরণ ঘটিয়েছেন প্রচন্ডভাবে। সেটাই আমাদের সবার বড়ো সম্পত্তি। আর সেজন্যই আমরা সবাই লেখাপড়া জানা এবং চাকুরীজীবি।

আজ একটি ঘটনায় স্মরণ করবো আমার মরহুম বাবাকে। ১৯৭৪ সালের কথা। সারা দেশে দুর্ভিক্ষের ঝড় বয়ে গেছে। আমারাও বাদ যাইনি। তবু বাবা লেখাপড়া থামিয়ে দেননি কারোরই। আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছি থানা সদরে। সাথে আছেন আমার বাবা। প্রথমদিন সকালে বাংলা পরীক্ষা। মানুষের প্রচন্ড ভীড়। মনে পড়ে- রচনা কমন পড়েনি কারো। 'লঙ্গরখানা' নিয়েও একটি রচনা এসেছিলো। আমি লিখেছিলাম 'আদর্শ গ্রাম'। পরীক্ষার আগে পড়েছিলাম 'আমাদের গ্রাম'। সেখান থেকেই একটু বুদ্ধি খাটিয়ে লিখেছিলাম 'আদর্শ গ্রাম'।

পরীক্ষা প্রায় শেষ। বাইরের মানুষের চাপ বাড়ছে হলের দিকে। তাছাড়া আমার মাথার উপর পেছনে কেউ না কেউ এসে দাঁড়িয়ে থাকছে। এক শিক্ষক আরেক শিক্ষককে বলছে। এক পুলিশ আরেক পুলিশকে বলছে। সবাই একবার এসে আমার খাতা দেখার চেষ্টা করছে। মাঝে মাঝে একটু ভয়, একটু অস্বস্তিও কাজ করছে মনে। তবে পরে আর কিছুই মনে হয়নি। কারণ তারা আমার হাতের লেখা এবং কী লিখি সেটাই দেখছে। আর অন্যের কাছে প্রশংসার বাণী ঢেলে তাকেও উদ্বুদ্ধ করছে আমার কাছে আসতে।

যাই হোক, প্রায় শেষ করে ফেলেছি 'আদর্শ গ্রাম'। ভীড় ঠেলে বাইরের মানুষ ছুটে আসছে ভেতরের দিকে। হলের শিক্ষকেরা, গার্ডরাও পড়ে গেছেন বেকায়দায়। তখনও মিনিট পাঁচেক বাকি। আমিও গুছিয়ে এনেছি- সব দিক দিয়ে দেখতে গেলে আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এক শিক্ষক এসে ছোঁ মেরে আমার খাতা নিয়ে গেলেন। অন্যান্যদের খাতাও নেয়া শেষ। যে শিক্ষক আমার খাতা নিলেন তাকে শুধু বললাম- স্যার আমার খাতা কিন্তু স্ট্যাপল্‌ করা হয়নি। শিক্ষক বললেন- ঠিক আছে করবো।

একটু পরে দেখি আমাদের স্কুলের প্রধান শিক্ষক এসে হাজির। উনাকে আমার খাতা স্ট্যাপলের কথাটা আবার বললাম। উনি সামনে গিয়ে নিশ্চিত হয়ে এলেন। কীভাবে হঠাৎ বাবা চলে এসেছেন বুঝতে পারিনি। সেই বুড়ো বয়সেও বাবার গায়ে তাহলে বেশ শক্তিই ছিলো! না হলে এতো ভীড় ঠেলে এলেন কীভাবে বাবা? কখন তাঁর কোলে উঠে গেছি বুঝতেই পারিনি। বাবা আমাকে ভীড়ের মধ্যে কোলে করে হল থেকে বেরুচ্ছেন। আমার বেশ শরম শরম লাগছে। যদিও হলের অন্যান্য সব ছাত্রদের চেয়ে বয়সে, সাইজে বেশ ছোটোই ছিলাম আমি। আবার বেশ আনন্দও লাগছিলো। কারণ একটু বড়ো হয়ে জ্ঞান হবার পর ওটাই ছিলো আমার প্রথম এবং শেষ বাবার কোলে ওঠা।

আজ বাবাকে মনে পড়ছে। মনে পড়ছে ঐ কোলে ওঠার দৃশ্যের কথা। ভীষণ দুষ্টু ছিলাম ছোটোকালে। কবুতরের খোপে ডিম-বাচ্চা দেখা, চড়ুই পাখি-ঘুঘুর বাসা থেকে বাচ্চা এনে খাঁচায় পালন, বেশ উঁচু গাছে ওঠা-ফল পাড়া, রাগের মাথায় লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলা- এসবের জন্য কতো মারই না খেয়েছি বাবার হাতে। তবু বাবাই আমার আদর্শ। মাঝে মাঝে মা'র কাছেই বলি বাবার নানান প্রশংসার কথা।

আমি সেবার প্রাথমিক বৃত্তি পেয়েছিলাম। তখন উপজেলা ভিত্তিক টেলেন্টপুল বা মেধা তালিকা ছিলো না। ছিলো জেলা ভিত্তিক তালিকা। আমি হয়েছিলাম সমস্ত টাঙ্গাইল জেলায় মেধা তালিকায় প্রথম।

শিক্ষাজীবনের সাফল্যগুলো যতোবারই মনে হয় ততোবারই মনে পড়ে প্রিয় বাবার কথা। আজ এই দিনে একটাই কথা বলতে ইচ্ছে করছে শুধু- বাবা তুমি যেন জান্নাতবাসী হও, অনেক অনেক ভালো থেকো পরপারে!

আমরা ভাল আছি...কিন্তু তুমি ছাড়া কেমন আছি সে তো তুমি দেখতেই পাও...
 

০৬.১০.০৬