জীবন যেমন

 

ফিরোজা হারুন

খেলিতেছিনু রান্নাবাটি নদীর ধারে বসে,
নানান দেশের-নানান নৌকা ভিড়লো ঘাটে এসে।
কেউ বা আনে নুন মসলা, কেউ বা আলপাকা,
কেউ বা আনে তাঁতের শাড়ী, কেউ বা সিঁদুর শাখা।

কারও আঁখি ছল ছল, কারও মুুখে হাসি
কারও বুকে অগ্নিবীণা, হাতে বিষের বাঁশী।
কোন অসুরের পদাঘাতে ছিন্ন হল ধরা
ঘাটের পাড়ে পাগলি মেয়ে কেঁদেই হল সারা।

নদীর বুকে ঢেউ খেলে যায় মাঝে অথৈ পানি,
তারই মাঝে উঠলো ভেসে আমার নৌকা খানি।
কোথায় রইলো রান্নাবাটি কোথায় রইল খেলা
অচিনপুরে গেলাম চলে ভাসিয়ে আপন ভেলা।
 

২৮. ৩. ৮৮