পথিকের কবরে মাটী
যেতে চাস যা’ চলে যা’
এক্কা দোক্কা খেলতে খেলতে
আচঁল খানি ফেলতে ফেলতে
লাফিয়ে নেচে যা’ চলে যা’
পারবি না শোন জানি রে তা’
ওরে মন চাইলেই কি যেতে পারবি তুই
যাবার সময় আচঁল ধরে টানে যদি ভূঁই
কিম্বা কাঁটাগাছ যদি অভিমানে মুখ নামিয়ে তাকায়
হলুদ ফুল মুচকি হেসে গালেতে বসন্ত রেণু মাখায়
ফড়িং যদি রিন রিনে ডানা দিয়ে আদর করে কানে
দোয়েল কোয়েল তোকে ঘিরে ভরিয়ে দেয় গানে
কাঠবিড়ালী দুঃখ চেপে এ’গাছ থেকে ও’গাছ
এক্কাদোক্কা থেমে গেছে এবার বন্ধ হল নাচ
যাবার জন্যে আঁচল খানা কোমর পরে গুঁজে
হৃদয় পুরের দিন শেষ যাবি বুদ্ধিপুরের মগজে
এবার কি তুই যাবি...
সত্যি চলে যাবি...
এখন যেতে পারবি রে মন... যা’ তুই যা’ চলে যা’...
যাবার পথে পথিকের গোরস্থানে একমুঠো মাটী দিয়ে যা’...
সুপ্রতীক অরূপ ঘোষ
|