দীপঙ্কর সুকুমার চৌধুরী দেরী হোয়ে যায়। আমার সমস্ত কাজে দেরী হোয়ে যায়। আসলে পারি না। হোয়েই উঠে না। সবার কি সবকিছু হয়। হোয়ে ওঠে। দেরী হোলে সরে যায় অন্ধভিড়। আর শূন্যতার অপেক্ষায় উবু হোয়ে বসে থাকে শান্ত অভিজ্ঞান
দীপঙ্কর
সুকুমার চৌধুরী
দেরী হোয়ে যায়। আমার সমস্ত কাজে
দেরী হোয়ে যায়।
আসলে পারি না। হোয়েই উঠে না।
সবার কি সবকিছু হয়। হোয়ে ওঠে।
দেরী হোলে সরে যায় অন্ধভিড়। আর
শূন্যতার অপেক্ষায় উবু হোয়ে বসে থাকে শান্ত অভিজ্ঞান