অনেক তো হল আর কত......
সব্যসাচী প্রসূন

দৃষ্টিসীমা আজকাল বিদ্রোহ করছে
বলছে আর নয় অনেক তো হল।
মজার ব্যাপার, মস্তিষ্ক
হ্যাঁ হ্যাঁ মস্তিষ্কও
সায় দিচ্ছে তাকে।

অথচ বসন্তবেলায় তারাই ছিল
একে অপরের কট্টর প্রতিপক্ষ।
অনেক তো হল আর কত......
সব্যসাচী প্রসূন

একজন যা ভাবত
মানত না আরেকপক্ষ।
বিদ্রোহই ছিল ট্রেন্ড......

ঝিরঝির বৃষ্টির মত ঝরে পড়ত সময়
যুক্তিতর্কে......

আর আজ দু'জনের গলায় একই সুর
অনেক তো হল আর কত
ভাসানের সুর বাজছে ঐ......
শীতঘুমের প্রস্তুতি চলছে পুরোদমে
এবার রেহাই দাও.........

অনেক তো হল আর কত......