একা

তমিজ উদ্‌দীন লোদী

তুমি ছিলে ঝকঝকে,স্মিত,খাপখোলা,স্মার্ট
তোমার ঝুলিতে ছিল সর্বদাই তুরুপের তাস
আমোদে বিন্যস্ত ছিল বিষন্নতা কখনো অভ্যাস
অনায়াসলব্ধ ছিল চেখভ কি ব্রেখটের পার্ট।

কার্ল করা চুল ছিল,আইশ্যাডো,কখনো মাশকারা
ভ্রূভঙ্গি হানতো খুব,খেলাচ্ছলে মৃদু খুনসুটি
তবুও ব্যক্তিত্ব-জ্বলা তুমি ছিলে আঁচদেয়া রুটি।
কোথাও কি প্রেম ছিল?কাউকে তেমন আশকারা

দিতে বাহ্যত দেখিনি।তুমি ছিলে ভিড়াক্রান্ত-একা।

বহুদিন পর দেখা,তুমি মাথা স্কার্ফে ঢেকেছো
রুখো নয়,তোমার সমস্ত মুখে স্নিগ্ধতার ছায়া
আমি দেখি দিগন্তের দিকে ছুটে যাচ্ছে চাঁদ, মায়া।
কার্ল করা চুল নেই।আঁটো চুল খোঁপায় বেঁধেছো।

এখনো একাই আছ,তবে আজ ভিন্নতর-একা।