রাত্রি

কালপুরুষ

রাত্রি তুমি আকাশ জুড়ে তারার মালা সাজাও,
বাত ফুরোলেই মালা নিয়ে কোথায় তুমি পালাও?
রাত গভীরে আবার দেখি আসো তুমি ফিরে,
চাঁদ কেনগো জোসনা দিয়ে রাখে তোমায় ঘিরে?
আমি শুধু ভাবি বসে হতাম যদি আকাশ কভু,
তারার রানী বলতো এসে, "তুমিই আমার নিশিপ্রভু,
গেঁথেছি দেখো তারার মালা উল্কা-সূতা পড়িয়ে,
ছায়াপথ দিলাম ঢেকে মেঘের আঁচল বিছিয়ে"।
জন্ম আমার মাটির কোলে যাইনি আমি ভুলে,
মরণকালে আকাশ আমায় নেবে বুকে তুলে।
তারা হয়ে মানুষ যখন লুকোয় রাতের কোলে,
আকাশ তখন দেয় পাহাড়া, সূর্য প্রদীপ জ্বেলে।