এমন সাজে
সাজলে সাকি খুন হয়ে যায় আলোর সাজ !
সুধার সাগর পার না হতেই আসল চক্ষু খুললো আজ !
কোনটা খাঁটি- রূপ না তারিফ ? সেই ধাঁধাতে মন ধাঁধায়...
কিন্তু দুটোই লক্ষ্যভেদী- সবচে বড় তীরন্দাজ !
*****
রাত
মরেছে দিনের হাতে রাতকে সাকি দাও কবর;
দিনটা __ চলো জেগেই কাটাই , আসবে আবার রাত জবর
শূন্য জাম-এর নিঃস্বতাতে কাতর কেন হও সাকি ?
এ নিঃস্বতা বইছে বুকে পূর্ণতারই খোশ্ খবর!
*****
ভোরের আগেই জাগায়
আমায় বিচিত্র সব পাখির ডাক;
রাতটা আমায়
শুধুই জাগায় প্রাণঘাতি ওই সাকির ডাক!
বিবেক জাগায় হর হামেশা, ঘুমাই কখন হায় খোদা!
তালাশ করি রসের ডাকের, তত্ত্বজ্ঞানী চুলায় যাক !
*****
সাকির গালের গোলাপ আভায়
খুব ধাঁধালো চোখ আমার !
তখন থেকেই টানছি সরাব নেইতো
নিয়াৎ আর থামার।
দুই গোলাপি আভার ঘায়ে
পালায় সকল কাণ্ডজ্ঞান !
তুঙ্গলোকে উড়াল দিয়ে পাচ্ছি না পথ আর নামার !
*****
নিঃস্ব বলে আমায় বকো,
সরাও তোমার জাম সাকি !
উচ্চস্বরে শোনাও তুমি খুব
শরাবের দাম নাকি।
কী লাভ, নীরস ঠোঁটের ভেতর সরস দ্রাক্ষারস ঢেলে ?
রসিক জনের ঠোঁটের দোয়ায় ছড়ায় সাকির নাম নাকি।
*****
|