আধোয়া সময়

কাজল রশীদ

আহ ওদিকে যাসনে, শুধু মগ্ন করতালি
পিছনে মুচকি হাসে, সময়ের ধূলোবালি ।

ওদিকে যাসনে, পাতার আড়ালে তাজা বিষ
জলের চাতালে ব্যথার ভেলা ভাসে অহর্নিশ ।

ওদিকে যাসনে, কাঁটায় ভরা প্রলুব্ধ প্রণয়
অনার্দ্রতার জলে, ধোবে না আধোয়া সময় ।

ওদিকে যাসনে, বিপুলা বিবর নিগ্রহ চন্দ্রলোক
ত্রিবেণীর তীরে প্রনোদিত প্রতিমা এঁদো মর্মলোক ।

ওদিকে যাসনে, বয়াম ভরতি তরাস নির্জন প্রবাহ
ক্ষিপ্র আলিঙ্গন শুষে নেবে বাল্যমালার সু-গৃহ ।

 

 

বাগানবাড়ি

কাজল রশীদ

তোমাকে দেখলেই বুকজুড়ে উঠে ঝড়
মন ভাসে বৃষ্টিপাঁজরে ,
বিশ্বাস ভরে তন্ত্রিতে রেখেছি যৌবনের খড়
কোমর পেঁচিয়ে ঘাসের আঙিনায় ।

রুমালের ফণা
সাবধান! অন্যমনা
হেয়ালি ঝিলিক অন্ধ গলির বাঁকে ।
দেহের পথ
সময়ের শপথ
জাগতিক মায়া উজ্জীবিত হবেই জানি,
ফসলের উষ্ণতা এঁকে ।

দূরে থাক বাহারি রঙের ভুবন পাড়ি
এসো ,
শাড়ির আঁচলেই বানাই বাগানবাড়ি ।।