অনিচ্ছের আগুন

 

মানবেন্দ্র দাস

 

প্রতিদিন অনিচ্ছের আগুনে অমল ইচ্ছেকে পুড়িয়ে পুড়িয়ে

তারপর উত্তর উত্তর সফলতার দিকে অমানবিক উত্তরণ

 

এই দীর্ঘ টানা ও পোড়েনে আমার পুড়ে যেতে দেখে প্রীত অনেকেই

এই শ্লথ গতির প্রহর অনুপ্রহরের সুদীর্ঘ যন্ত্রণায়

আমি তলিয়ে যাই অন্ধকার থাকে আরো আরো তীক্ষ্ণ এক অন্ধকারে

 

শেষে অদ্ভুত লাবণ্যময় এক আলো এসে

আমায় ভালো বেসে বেসে নিয়ে যায় নিত্যদিন

চির অনুচ্চার ভঙ্গিমা থেকে নিটোল এক কাকলির দিকে

 

যার আশচর্য আন্তরিকতায় আমাত আড়ষ্ট সত্তা

আবার ফিরে পায় সবুজে সবুজে আচ্ছাদিত সকাল

আর শিশিরে শিশিরে আহ্লাদিত আরেকটি বিষণ্ণ বিকেল!

 

 

 

শূন্যতার কথা

 

মানবেন্দ্র দাস

 

অনন্ত নক্ষত্রমালার মতো এক অসীম আকুতি নিয়ে

এক শূন্যতা থেকে তুমি মিশে যাও আরেক শূন্যতায়

জানি আমি শুধু আমি জানি

সেইসব শূন্য শূন্য অদ্ভুত শূন্যতার কথা

এই যে লাজুক লাবন্য এইসব স্বচ্ছ সুন্দর আনন্দ

এবং ইত্যাদি তো তোমার তেরছা দৃষ্টিপাতের মতন

এক অসীম বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার ছায়া প্রচ্ছায়া এনে দিতে পারে

দিনান্তের ওই আশ্চর্য মলিন দিগন্তে

ও বাতাস তুমি বোলে দিও এইসব অদ্ভুত শূন্য শূন্য শূন্যতার কথা

ওকে আরো বোলে দিও সে যেন না-আসে

আভাস ইঙ্গিতে পরাগে অথবা রেণুতে!