রুবাই

 

এ টি এম মোস্তফা কামাল

 

***

চোখ ধাঁধানো হুরের রূপের হুজুর করেন বর্ণনা,
হৃদয় শোনে মন বাড়িয়ে শোনার বাহন কর্ণ না।
তোমায় দেখে বুঝতে পারি হুরের রূপের মরতবা !
খোদার গড়া রূপই খাঁটি এর চে' খাঁটি স্বর্ণ না।
***
সেই নদীতে নাও ভাসালাম যেই নদীটা নাব্য,
নদীর বুকে আসন পেতে তোমার কথাই ভাববো-
কবি সাজার এই আয়োজন পড়লো মাঠে মারা,
যখন দেখি স্বয়ং তুমিই খোদার লেখা কাব্য !

***

টাটকা টাকার গন্ধে ব্যাকুল, ছুটলে সাকি জাম নিয়ে-
বিক্রি করে সকল সুধা ফিরলে টাকার খাম নিয়ে !
টাকার চেয়ে সুরার সুবাস বেশি ছিলো কোন কালে
সওদাগরের কাছে ; সাকি- ভাবলে সুধার দাম নিয়ে ?
***
মহারাণীর মতো তোমায় রাখবো মাথার তাজ করে !
এই প্রলোভন এড়িয়ে সাকি যাচ্ছো কোথায় সাজ করে

বড় লোকের শিশ মহলের আলোর ঝলক মরণ ফাঁদ
মেহফিলে সে ঘুরিয়ে এনে রাখবে সোজা ভাঁজ করে !
***
বর্তমানের নর্তকেরা লুকায় ভাঁজে অতীত কাল
বিবর্তিত ভেড়া লাগায় অতীত কালের বাঘের ছাল
দুই বোতলের মদ হলেও অভিন্ন এই মত্ততায়
লজ্জা পেয়ে লাল হয়ে যায় ভবিষ্যতের ফর্সা গাল !
***