মেহফিল-ই-শায়েরী

সজল শর্মা


কোন বেদরদী বলে আমি শরাবী
শরাব তো বিরান হৃদয়ের মাঝে একটু বৃষ্টি,
দুঃখ ভুলে যেতে পান করি-দুঃখ ভুলে রই
আমি কিন্তু শরাবী নই ।।

***
প্রিয়ার আঁখি পানে চেয়ে যে নেশা পান করেছি
সেই নেশার ঘোরেই বেহুঁশ আমি,
আমার মন তো উজাড় করে দিয়েছি তার তরে
তবু সে আমায় ভালবাসেনি।।

***
ছেঁড়া কাগজের মতই জীবন আমার
না আছে কোন সুহৃদ, অবহেলায় পড়ে থাকি,
শরাব ছাড়া কেউ বুঝলনা মনের ব্যথা
শরাবকে আপন করেই বেঁচে আছি।

***
নার্গিসের বনে সুরহীন বুলবুলি
যেন কলিতে ঝরা গোলাপের বিলাপে নিরব,
আর এখনে আমি মরু তৃষ্ণায় ছটফট করে মরি
তবু প্রিয়া মোর রাখেনি খবর।।

***
যে আরমান বেঁধেছিলাম বুকে
সেই আরমান মোরে করল ফকির,
শরাবের পেয়ালাতেও ভেসে উঠে
বেরহম প্রিয়ার তসবির।।
 


*আরমান- আশা *তসবির- ছবি