আশিকের জলসা
সজল শর্মা


সারা চমন সাজিয়ে দে ফুলে-
চলে আয় গুল-বাহার,
সাকির পেয়ালায় ভরে দাও শরাব
মেতে উঠো আজ খুশীর নাহার।।

***
গুলশানে আজ মাতাল খুশবু
ছন্দে বয়ে যায় নাযীম
দীপ জ্বেলে করো রঙ্গীন এ আসর
দুঃখ ভুলে যাও হে নাদীম।।

***
ঝুমে উঠো বন্ধু ছন্দের তালে
নিজেকে হারাও ওই নগমার সুরে,
চেয়ে দেখো ওই নশিলী আঁখির বান
পান করো আজ পাত্র ভরে।।

***
এসো সাকি ভরে দাও সুখ
রঙ্গীন জল ঢালি জুড়াও বুকের জ্বালা,
তোমার চোখে দেখি প্রিয়ার কাজল মাখা
কে তুমি বিনোদিনী কোমল ফুলবালা।।

***
কোন কমবখত বলে প্রেমে আছে জ্বালা
আমি বলি সেই জ্বালায় আছে সুখ,
জ্বালা আছে বলে আছে মেহফিল আর শরাব-
সাকির চোখে দেখি প্রিয়ার মুখ।।



*চমন- বাগান *গুল-বাহার- গোলাপের বসন্ত

*নাহার- দিন *গুলশান- বাগান *নাযীম- মৃদুমন্দ হাওয়া *নাদীম- বন্ধু

*নগমা- গান *নশিলী- নেশা জাগায় এমন *বান- তীর *কমবখত- হতভাগা