অড্রাফট প্রেম

স্বদেশ হাসনাইন

 

সুনন্দা এটা প্রেমের ড্রাফট নয়, এটাই আমার নিশ্চিত নিয়তি
তোর আচলে বাঁধা পড়ে গেলে কতটাই বা হবে তাতে ক্ষতি?
অত্যাধুনিক নাই হলাম,পুরনো প্রেমিক হতে নেই অপরাধ
একটু সেকেলে মানুষ হলে আমার যাবে না জাত-পাত ।
রাজকন্যে চাইনি কারণ আমি নিজেও তো একজন বড্ড সাধারণ
হয়তো পাগলামী একটু বেশীই আছে, নইলে কেন বলছি অকারণ

আমার আছে এক খন্ড হৃদয়,তাও খুব স্পেশাল কারখানার নয়
ব্যর্থতা নতুন কিছু নয়, জন্ম থেকে পদে পদে অনেক পরাজয়

সুনন্দা রে সময়টা খুব নেই - চোখ নিমেষ যৌবন চলে যায়
চন্দ্রমায়, জোনাক টিপের রাত - জলদি আজই নামি জোছনায়
শ্যামলাবরণ আটপৌরে মেয়ে কালো চোখ কালো দীঘল চুল
রঞ্জনহীন সেই ওষ্ঠে চেয়ে আমি কোন এক পথভোলা বাউল ।