তুমি কোথায়?
কবির আহম্মদ
আমি আছি আকাশে বাতাসে পৃথিবীর ছায়াপথে
আমি আছি মসজিদে মন্দিরে গীর্জার প্রার্থনায়
আমি আছি পিতার স্নেহে বোনের আদরে ভাইয়ের বকুনিতে
আমি আছি রমণীর আকুন্ঠ ভালবাসায় তার রাঙা স্বপ্নে
আমি আছি বন্ধুর হাস্যরসে তার মনমাতানো গল্পে
আমি আছি ঘনসবুজের মাঝে কৃষকের ধানখেতে
আমি আছি দখিণা সমীরণে মধ্য সাগরের পালতোলা নৌযানে
আমি আছি গুহায় পাহাড়ে আর পর্বতে
আমি আছি ফুলের ভালবাসায় আর ঝর্ণাধারায়
আমি আছি মায়ের মমতায় তার কল্যাণী ভাবনায়
আমি আছি গরীবের সেবায় আর শিশুদের যত্নে
তবে আমাকে পেতে চাও হে মানুষ?
আমি আছি তোমার চিন্তায় আর কল্যাণে
পাড়ি জমাচ্ছি প্রান্তর থেকে প্রান্তরে
খুঁজে বেড়াচ্ছি জ্ঞান সাগরের অতলা গভীরে
তোমায় আনিব চাঁদের স্নিগ্ধ হাসি,হৃদয়ে স্বস্থি,কন্ঠে সুরের লহরী।