এমনিই কি কিছু হয়

সুপ্রতীক অরূপ

 

এমনিই কি মন যখন তখন এদিক ওদিক হারিয়ে যায়

এমনিই কি সবুজ পাতায় শিশির বিন্দু থেকেও হারায়

এমনিই কি সুখের ফোয়ারা ছুটন্ত হয়ে আকাশের কাছে যায়

এমনিই কি সুখ পাখি জোতস্না আলোয় স্নান করে ভরা অমাবস্যায়

এমনিই কি তুমি এসেছিলে এই ভোলা পথে

এমনিই কি তুমি গেয়েছিলে সুর ভরা রাতে

টপ্পা কিম্বা ঠুংরী কিম্বা তারানা তোমার গলায়

সুখ আয়ুস্মান হল আনমনে রাতের তারায়

তারাহীন রাতে ঊষার আলোয় শুনেছি তোমার অন্তঃপুরের গান

এমনিই কি করে বলি তোমাকে পাইনি তুমি আছ জুড়ে এই প্রাণ...

 

২৮শে ডিসেম্বর ২০০৯