হৃদয়পুরে দেশান্তরী

 

এ টি এম মোস্তফা কামাল
 

ছাউনি দিলাম নির্ভরতার, ভালোবাসার খুঁটি;
নিশ্চয়তার প্রাচীর দিলাম, দুয়ার দিলাম দুটি।
উদারতার খিড়কি দিয়ে আলোর প্রদীপ জ্বালা-
বিশ্বাসেরই ভিতে গড়া তোমার পান্থশালা।

 

***

মুখের গড়ন কেমন তোমার, নাকের গড়ন কেমন ?
তিলগুলো যে কোথায় আছে, ঠোঁটের গড়ন কেমন ?
এসব কথার সঠিক জবাব পারছি না যে দিতে;
আমার সময় কাটছে তোমার চোখের খবর নিতে !


***

অরণ্যকে বলেছিলাম সাজাও তোমার ঘর,
পাখির ডাকে ভরাও তুমি দারুণ দ্বিপ্রহর !
বিকেল নামার আগেই মেয়ে ধরবে আমার হাত,
সেই খুশিতে জোছনা মেখে নামবে সোহাগরাত !


***

প্রেম নাকি খুব বিপজ্জনক সাবধানে তাই ছিলাম,
দেখ শুনে পড়বো প্রেমে এটাই ভেবেছিলাম।
ঝপাৎ করে গেলাম পড়ে দেখা শোনার আগে-
প্রেমে পড়েই কেমন জানি পাগল পাগল লাগে !


***
দেবদারুতে হেলান দিয়ে দীঘির ঘাটে একা,
আশায় আশায় প্রহর গুনি কখন হবে দেখা।
নিটোল জলে আকাশ ভাসে হাওয়াতে মাতলামী,
ত্রস্ত হাতের লাজুক ছোঁয়ায় শিউরে উঠি আমি !


***

কণে দেখা আলো তোমাকে ভিজিয়ে ছড়িয়ে পড়েছে চরাচরে;
দূর থেকে সেই অঝোর লাবণী দেখতে চেয়েছি অগোচরে।
চকিতে আমার ছায়ার আঘাতে চমকিত মুখে ছুটে গেলে..
ছায়া দেখে গাল হলো এতো লাল ! কী হবে আমার ছোঁয়া পেলে !
 

***
একটা জীবন কাটলো আমার পথের দিকে চেয়ে !
কখন যে তোর ইচ্ছে হবে, সময় হবে মেয়ে ?
মনের বুকে তোর ছবিটা যত্ন দিয়ে আঁকা
তুই লুটিয়ে কাঁদবি বলে বুক রেখেছি ফাঁকা !


***