Text Box: স্বাধীনতা তুমি
সেই কবে জন্মালে! তোমার নামকরণ হয়েছিল
দিনটা ছিল ছাব্বিশে মার্চ, বাংলার প্রাণ হেসেছিল
সেই কবে তুমি বাংলাদেশের প্রাণ শক্তি হয়ে এলে
কত মানুষের আত্মত্যাগ তোমার আগমনের মূলে...
Text Box: বিবর্ণ একুশ
এককালে বলা হত ‘আজ বাঙালী যা ভাবে তা নিয়ে বাকি দেশ ভাবে কাল’
এক সময় ছিল যখন বাংলার মুখ দেখে সূর্য দেব উঠতেন আকাশে মিঠে লাল
এক সময় ছিল যখন সারা দেশের মানুষ চেয়ে থাকত এই জাতির দিকে
সে এক সময় ছিল যখন বাংলা মায়েরর সন্তানেরা তাঁর শেখানো ভাষার জন্য
প্রাণ দিয়ে রক্তে রাঙিয়েছে সেই মায়ের মাটি
ভাষাকে ভালেবেসে হয়েছে ধন্য...

 

 

 

 

 

 

 

 

 

 

 

নব আলোকে বাংলা

উত্তরাধিকার। অঙ্গীকার। দূরদৃষ্টি।

 

সম্পাদক

সুপ্রতীক অরূপ ঘোষ

পাঠক পরিষদ- চঞ্চল চৌধুরী, শুভলগ্না শোয়ারা

 

Suprateek Aroop Ghosh, Humaira Haroon, Nauba Aloke Bangla

 

সম্পাদকীয় ছন্দাবলী - ২১

 

আবার ভেসে এল নব আলোকে বাংলার সম্পাদকীয়
ছন্দাবলী আপামর সাহিত্য প্রেমীর, একেবারেই অরাজকীয়
মমতাময়ী দেবী দূর্গার দোলায় চেপে পরিবর্তন আসছে, গজে গমনের ঠিকাদারেরাও তৈরী
মানব মন কি পাত্রাকার তরল হয়ে যায় দ্বিমত বিমতের হাওয়া নেই, নেই কোনও বৈরী
নতুন সৎ লেখক, কবি, সাহিত্যিক ও শিল্পীর খোঁজ থাকলে দিন
জানান আমাদের, আমরা আবাহন করি ভাষা ও সাহিত্যের সুদিন
মনমোহন, জিন তাও, ওবামা, জরদারী, হাসিনা, সারকোজি
বাকী সব বিশ্ব নেতৃত্ব মানুষের ভাল করে মারুক বাজী
আমরা আমাদের নব আলোক পুরে বাংলা ভাষা নিয়ে
বেশ আছি কবিতা গল্প ঊপন্যাস আরও কত সব যাই দিয়ে
ক্রমবর্দ্ধমান পাঠক মন ও শুভার্থীগণ আমাদের সাথে
বাংলা ভাষা, সাহিত্য শিল্প কাব্য এগিয়ে চলুক আপন পথে

আপনাদের
সুপ্রতীক
৩১শে অগাষ্ট, ২০১০

 

এবারের প্রকাশনা

অরূপ কাব্য সংকলন
 

Text Box: মনরাধা তোমার জন্য
তুমি পাঠালে আমাকে এক না লেখা চিঠি
আমি মন পাড়ার রকে বসে পড়লাম তোমার ওষ্ঠলিপি
তোমার কান্না ভেজা চোখের পাতায় ওষ্ঠ ছুঁয়ে
সকাল হলো আগুন রঙ্গে মনের যত কষ্ট ধুয়ে

Text Box: একা মন বনে
একা মোর বর্তমানে তুমি এলে প্রেম
তব পুস্প মাঝে আমি হারিয়ে গেলেম
নিমিলিতা জানি না এখন সাঁঝ না সকাল
কোথা আছি আমি – আকাশ না পাতাল
শুধু ডুবে থাকা এক অনুরাগ স্রোতে
এস তুমি আজ পাথরে ফুল ফোটাতে

 

 

 

 

Text Box: এমনিই কি কিছু হয়
এমনিই কি তুমি এসেছিলে এই ভোলা পথে
এমনিই কি তুমি গেয়েছিলে সুর ভরা রাতে 
টপ্পা কিম্বা ঠুংরী কিম্বা তারানা তোমার গলায়
সুখ আয়ুস্মান হল আনমনে রাতের তারায়

 

 

 

 

 

 

 

Text Box: প্রত্যাখ্যান
আমার কথা শুনবেনা
কাছে তুমি থাকবে না
দূরের তুমি দূরেই থেকো
কষ্ট তুমি দিতেই থেকো
মনে আছে খরাক্লীষ্ট নীলাচলে
ভালবাসা ছিল রুমঝুম বৃষ্টি জলে
জানি তুমি থেকে যাবে দূরে
প্রেম নীরবে বাজবে চাপা সুরে

 

 

 

 

Text Box:  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Text Box: মনপুরের মাতাল চলে গেল
কৃষ্ণা চতুর্দশীর রাতে নিকষ কালো চারপাশে 
বুদ্ধিপুরের মাকাল আর মনপুরের মাতাল
দুই নামই ঘুচে যাবে একটু পরে
সাংগ হবে বিরস গানের আসর
পরের জন্মে পৃথিবী কবি হবে

 

 

 

 

 

 

Text Box: অরণ্যের দিন রাত্রি
সুন্দর তুমি অন্তরে
সুন্দর তুমি বাহিরে
অসুন্দরের খোঁজে আজ কেন
মন আজ অতি চঞ্চল যেন...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Text Box: পথিকের কবরে মাটী
যেতে চাস যা’ চলে যা’
এক্কা দোক্কা খেলতে খেলতে
আচঁল খানি ফেলতে ফেলতে
এখন যেতে পারবি রে মন 
যা’ তুই যা’ চলে যা’
যাবার পথে পথিকের গোরস্থানে 
একমুঠো মাটী দিয়ে যা’

 

 

 

 

 

 

Text Box: কেকেউ কেউ আসে যায়
সংসারের ধর্মে আকাশ নীল বা ধূসরে হারায়
আচম্বিতেই কারো কারো অনুপস্থিতি মনকে নীরবে কাঁদায়
কেউ কেউ না বলে পালায়
       কেউ কেউ না এলে বা চলে গেলে               কার কি বা আসে যায়...
Text Box: ফিরে ফিরে দেখি ছন্দের তালে তালে
দিন চলে গেছে –স্মৃতি নয়, মন সতেজ –শরীরে ক্ষয়
সেই স্কুল পালিয়ে টিফিনের ফাঁকে ঘাস ছাঁটা ক্রিটেটাঙ্গনে
অফ পিরিয়ডের দোহাই দিয়ে সামনের বাড়ির ড্রয়ীং রুমে
অংশু কাকুর অনুমতি আর কাকীমার লুকানো আস্কারার চা বা সরবত
হাত পা নেড়ে তিনজন আমরা চিল চিতকারে
ভারত জিতবে আলবত...
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Text Box: আঁখীবিতা
একটা ছড়ার গান শুনবে?
আমাকে একটু ভালবাসবে?
দিতে চাইনি তাও দিতে হল
দিয়ে আমার খুব ভাল লাগল
মন আঁকড়ে রেখেছিল তাকে
স্বেচ্ছায় ছেড়ে দিতে হল যাকে...
 
Text Box: অহমিকা অনামিকা
অহমিকার আগুন নিয়ে নীলাম্বরী তন্বী
কত মনকে বিকল করে বসে আছ বহ্নি
কারও আগমনের আশায় না কি কাউকে তুমি দেবে
হাতের পুস্পরাজি তুলে
তোমার প্রেমকে অমর করে নেবে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Text Box: চূড়ান্ত সুখের পারে সৌম্যেন্দু
আর সকাল হবেনা আমাদের দু’জনের
আর অন্তহীন আড্ডা হবেনা আমাদের
কত রাত তুই আর আমি জেগে 
পাহারাদার কে ঘুমোতে দিইনি
রাত দু’টোয় চিত হয়ে রক্তাক্ত তুই 
আর আমি তোর শবের পাহারাদার
রক্তাক্ত শান্ত সৌম্য তুই শুয়ে আছিস
যেন কিছুই হয়নি...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Text Box: তুমি মোর মনমেঘে
কবিতা আজ তুমি এত ধীরা কেন
তোমার নিশ্বাস আজ সুমন্দ্রা জান
তুমি কি জীবনের বৃদ্ধাঙ্কনে পদচারনায় এলে
তুমি কি আমাদের গ্রীষ্মের কথা ভুলে গেলে
তুমি কি মনকে মেঘের কাছে নিয়ে গেছ
তুমি কি মেঘের সঙ্গে তার অনেক কাছে আছ

 

 

 

 

 

 

Text Box: নারী মন 
সেই কবে চলতে চলা জীবনটা শুরু করেছিল
চলে বসে লাফাতে লাফাতে খুঁড়িয়ে দাঁড়িয়ে 
মনে নেই
এখনও সে সাধ পায়নি চলা শেষের গোধূলীর
শিশিরা মন আজও তাকে বলেনি সে কত ভালবাসে জীবনকে...

 

 

 

 

 

 

 

Text Box: প্রেম আজও
রাত্রির বুকে মুখ রেখে 
বাঁধ ভাঙা লোনাজলে ভাসা হয়নি
বৈশাখী দুপুরে মিতুনের সাথে আম কুড়োতে গিয়ে 
ওকে হঠাত আদর করা হয়নি
অবাক চোখে দেখেছি স্বাভিমানী প্রিয়া চলে গেছে 
আমাকে উলংগ ব-দ্বীপে একলা রেখে...
Text Box: কবি ও পুলিশ
সোজা পায়ে খালাসীটোলা থেকে বেড়িয়ে
অনাদি কেবিন ও ডোরিনা ক্রসিংটা পেরিয়ে
কবি এঁকে বেঁকে যায় নৃত্যের তালে হেঁটে
কানে আখতারি বাই, মনে প্রেম, মদ পেটে
কপালে ঝাপসা চশমা ও কুঁচকানো জামার হাতা
বগলের উষ্ণতার ওমে অযত্নের অমূল্য ধন-লাল খেরো খাতা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Text Box:  
নব মাওবাদী আতঙ্কের পাঁচালী
কালো পাথরে খোদাই করা মানুষগুলো লোধাশুলি'র জঙ্গলে বেশ ছিল
সেদিনের ভূঁইফোড় জোড়া ফুলের সুবাস তো কোনদিন ছিলনা
হাতের কাজ কাড়তে কাড়তে অবশ হাত নিয়েও বিবাদ ছিলনা
কেন কেন আপাত অনন্ত এই হিংসা লীলা পশ্চিমবংগ জুড়ে
কেন নিরীহ প্রাণ নিয়ে এ খেলা, কেনরে রোজ এত মানুষ মরে...
 

 

 

Text Box: আর্ন্তজালে রাত্রিবাস
অনেক রাত পর্যন্ত কথা হল আর্ন্তজালে
তোমার সাথে, হঠাত তুমি নীরব হলে
এ আমার নিত্য অভ্যাস
এইটুকুই আমাদের সহবাস
বিদায় বলতে নেই
তাই আজ কিছু না বলে চলে যাব...
Text Box: তুমি কি জান? 
তুমি কি জান তোমার ভালবাসা তোমার হৃদয়ে বাঁচে 
তোমার হৃদয় হল তোমার সমমর্মী যে তোমারই আছে
তোমার কান্তিই তোমার স্বর্গ
তোমার স্বর্গ তোমার বন্ধুবর্গ 
সেই স্বর্গ বিনা কিসের গর্ব 
এই জীবন হলো বন্ধু পর্ব

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আর্কাইভ

 

Best view with Microsoft Internet Explorer
font download link
http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

 

Text Box: আন্তর্জালে বাক্যালাপ
নবমিতাঃ
জানি জানি কবি কবিতায় চিত্ত মোর স্নানিলে আজ
মন থাক এই স্নিগ্ধতা নিয়ে নেই আর কোনও কাজ
কবিঃ 
তবে তাই হোক হে সুন্দর হে মোর নব মিতা 
আজ হতে তুমি হলে এ কবির অনন্য সুমিতা...
 
Text Box: অনুবোধ
সকাল বিকেল পায়ের নূপুর
মিষ্টি তোমার চোখের মুকুর
তুমি কোথায় কত সুদূর
অনুবোধের বাঁধন মেদুর...