ফিরে আসা...

আর কোনও দিন
ঠিক করেছি হ'বনা পরাধীন
র'বনা আর অচিন পাখী
রাখবনা আর দুঃখ ঢাকি
মিতা সে আমার দূরে থাকে
নীরবে বুকে লুকিয়ে রাখে!

কথা ছিল একদিন নীল আকাশে
রাখবে ডানা আলত করে
আধুনিক বন্ধুরা আজ অট্টহাসে
কবিতা ভালবাসি তাই তো কাছে আসি
সব হারিয়েও জীবনকে ভালবাসি
উড়তে ভাল লাগে বড্ড আপন করে
এই কথা সব আবল তাবল বেগুণ

কবিতা বড়ই কষ্ট দেয় থাকে সে দূরে
লেখাকে নিয়ে সংসার কষ্ট বাড়ে দ্বিগুন
তারপর ঘর্মস্রাবী রাত্রির ওপারে ঊষার অস্ফুট আলো
সকালটা আসে হোঁচট খেয়ে দিনের বুকে আছড়ে পড়ে
পড়ন্ত বিকেলের পাঁশুটে নির্গন্ধা হলদে রঙ লাগেনা ভাল
কতবার খালি পায়ে হেঁটেছি মিতা সনে মিথুন নদীর ভেজা চড়ে
লেখাকে জড়িয়ে থেকেছি আলিঙ্গন আনন্দে
সবই ঘটেছে একান্তে মনপুরের অলিন্দে

কবিতাকে ভালবেসে নীরবে সয়েছি তার উপহারের কাঁটা
লেখার সঙ্গে সহবাসের অভ্যাসী অহরাতে সবই ভোকাট্টা...
ঘুড়িটা এখন এলিয়ে হৃদয় দূরে নীলে আলুথালু আঁচল ভেসে চলেছে
চিলেকোঠার ছাদে কনে দেখা আলোতে রূপোলী বানভাসির ঢল নেমেছে...
আর এক লহমাও র'বনা পরাধীন
আজ ঠিক করেছি সত্যি হব স্বাধীন...
 

সুপ্রতীক অরূপ ঘোষ