মন খারাপ করা গোধূলী

- অরূপ ঘোষ

জানালার গরাদ ধরে অসীম নীলে তাকিয়ে ছিলে
হারিয়ে দূরে কোথাও কিম্বা আপন অন্তরমহলে
হলদে খামে পোরা চিঠি এল
পড়ন্ত বিকেলের রঙ ঢেলে দিল
আকাশ তোমার কথা শুনল কিন্তু কিছু বললনা
মন হন্যে হয়ে অবাক
কথা হারিয়ে বেবাক
ঠিক তখন ঘন বাদল কালো মেঘ এল ভেসে
নিজের অজান্তে গরাদে ঠোঁট রেখে খিলখিলিয়ে হেসে
গোধূলী বেলায় তুমি এলোকেশী হয়ে জানালার ধারে
জানতেও না পড়ন্ত বিকেলে খোলা চুল কি করতে পারে
আকাশ তোমায় শুধাল তখন শুনলে আমার কথা
কেন তোমার মনটা ভার কিসের তোমার ব্যথা
ভরা বাদলের ঘন কালো মেঘের সুগন্ধ আকাশের ঘ্রাণে
তুমি টের পেয়ে সম্বিতে
আকাশ কাছে এলে আচম্বিতে
বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকড়ে উঠলে
গালটা লাল ফুপিয়ে ঠোঁট ফোলালে
বললে কথা কত আকাশের বুকে মুখ রেখে
ফিসফিয়িয়ে কানে কানে আকাশ যেন মনে রাখে...