মন জিতবেই
ডানা ভাঙ্গা পাখী পথের ধারে
পড়ে রইল
বিএমডাব্লু হাঁকিয়ে চলে গেল মানুষ আপন পথে
মেঘবালিকা বৃষ্টি এনে দিল আপন মনে নেচে গেয়ে
নভোনীল তাকে অবজ্ঞা করল সারা জীবন কিনে ও বেচে
আর কত মেনে নেবে তুমি মন!
একা এক প্রতিবাদী বৃদ্ধ লাঠি
নিয়ে এগিয়েছিল
তার মাথা’র সেলাই গুলো তো শুকোলোনা আর
আর কত সহ্য করবে তুমি মন
তুমি না একদিন ভালবাসতে
তুমিই না একদিন প্রাণ খুলে হাসতে
তুমিই আজ চুপ, এ’কি তোমার হতাশা’র নতুন রূপ
মনকে আর পুড়িয়ে মেরোনা তুমি হে নিশ্চুপ
দিন বদলের নটরাজ আসছে নীরবে
রক্তাক্ত পায়ের পাতা ফাটা পথে
মনকে আর যাই কর মেরে ফেলতে পারনি তোমাদের বাঁধা গতে
মন এখন ঊষার আবছা আলোতে স্নান করে উঠল জীবনের ঘাটে
ঋজু এ’মন জানে সে জিতবেই বেচাকেনা বিহীন সম্পর্কের হাটে...
সুপ্রতীক অরূপ