'আমি পথ মঞ্জুরী, ফুটেছি আঁধার রাতে'-
নজরুলের এই অভিমান ...
ইমন জুবায়ের
কী তোমার এত অভিমান ছিল কবি?
যা তুমি জীবনভর গানে গানে
বলেছ। কেন তুমি লিখেছ-
ভালোবাসা পেয়ে যদি
কাঁদিতাম নিরবধি;
সে বেদনা ছিল ভালো সুখ ছিল সে কাঁদাতে।
কী তোমার এত অভিমান ছিল কবি? যা তুমি গানে বলেছ জীবনভর।
আর আমরা সেই গান শুনে হয়ে উঠছি
বেদনার্ত। এই একুশ শতকেও।
কেন তুমি লিখেছ-
মধুর সুরভী ছিল আমার
পরাণ ভরা
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পরা।
কেন তুমি লিখলে-
আমি পথ মঞ্জুরী
ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রুসম রাতের নয়নপাতে ...
দেবতা চাহে না মোরে গাঁথে না মালার ডোরে
অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে।
গানের
লিংক এখানে
কন্ঠশিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী