ফেরা
 

লীমা জামান শিল্পী

কানে কানে বাবুই কি বলে গেল
চির বধির এ মন শোনেনি।
জীবন্ত চাঁদ অপলক চেয়ে আছে চেয়ে থাকে
জন্মান্ধ এচোখ দ্যাখেনি দ্যাখেনা।
কুণ্ঠিত পায়ে বকুল মালা সিক্ত হয়ে ফিরে
আসে অশ্রুজলে। সে মালা দিয়ে
তাকে বাঁধা যায় না।
সে যে সোনার হরি
এ জীবনে যত চাওয়া
তাকে পেয়ে বার বার আঁকড়ে ধরি
ফসকে যায় পাওয়া না পাওয়ার দোলাচলে
নির্বাক আমি
তবু পিছু ছুটি
অভিমানী এসো আমরা রচনা করি
সেই কবিতা হাজার কবি লেখে যাকে।
এসো গাই সেই গান, মধুর লগ্নে
যে সুর বাজেনি কোন কালেই।
বাবুই চন্দ্রিমা চন্দনকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে কুঠার
আমি এসে গেছি গভীর গভীরতম বনে
এই নাও অরণ্য তোমার সোঁদাময়ী মৃত্তিকাকে।