পূজোর গন্ধ

 

- মধুবন্তী

 

পূজোর গন্ধ নাকে এসে লাগে পূজোর গন্ধ

চোখ মেলতেই চারিদিকে দেখি দুয়ার বন্ধ

সামনে খোলা জানালা দিয়ে আকাশ দেখা যায়

রং তার নীল বটে তবু ভাসে না তাতে পেঁজা তুলো মেঘ

দিগন্ত ছোঁওয়া মাঠে হেঁটে যাই চীনি নরম ঘাসে পা যায় ডুবে

শুন্য চোখে ধরাতো দেয়না দুলে ওঠা কাশফুল!

লাল সবুজ হলদে গাছের পাতা হালকা হাওয়ায় উড়ে যায় কোথায়

শরত ঋতু আটকে থাকে ক্যালেন্ডারের পাতায়

এখানেও চাঁদ ওঠে আকাশের কোণে এক ফালি বাঁকা

শারদীয়া সকালে পথ হাঁটি শোরগোলের শহর থেকে বহুদূরে একা

নিঝুম রাতে বাতাস বয়ে আনে কত অচিন ফুলের গন্ধ

তবু এই মনের আনাচ কানাচ ঢেকে দেয় কমলা ডাঁটি সাদা কিছু ফুল

অদূরে গীর্জায় শুনি শুরু হলো প্রার্থনার ঘন্টা ধ্বনি

আমার পাড়ায় এখন ধুনুচি নাচ ঢাকের তাল কাসর ঘন্টা আর শাঁখ বাজে

আজ মায়ের বোধন হল কাল  সপ্তমীর ভোর

অষ্টমী নবমী পেরিয়ে সিঁদূর খেলায় রাঙা হবে মা তোর বিদায় বেলা

আসছে বছর প্রার্থনা করি আসিস ফিরে মা একটা লম্বা বছর ঘুরে

আজ বলি মা পরের বছর আসবি যখন নিয়ে যাস আমায় সাথে করে

এখন আমার থাকা যে হয় তোর শহর থেকে অনেক দূরে...

পূজোর গন্ধ নাকে এসে লাগে পূজোর গন্ধ

চোখ মেলতেই চারিদিকে দেখি দুয়ার বন্ধ

বড় কষ্ট হল এ লেখা অক্ষরে সাজাতে রে মা...

আমাকে আমার শহরে আমার ঘরে ফিরিয়ে নিয়ে যা...