রুবাই

এ টি এম মোস্তফা কামাল


সন্ধ্যা হতেই বাজছে কানে কুজন ভরা ভোরের ডাক !
চোখ পাকিয়ে বলছি আমি,ভোর ব্যাটা তুই দূরেই থাক।
সরাইখানার দারুন ভীড়ে জামের নাগাল মিলছে কই ?
সাকির ছোঁয়া না পেলে বুক পুড়েই হবে বিরান-খাক !
 

                            ***

আকাশ ছেড়ে মেঘরা যদি সাকীর মুখেই নামে-
সেই বেদনা কাটবে কি আর শরাব ভরা জামে ?
মেঘলা-মুখী'র হাতের ছোঁয়ায় অমৃত হয় গরল
সুরার আগে মুখ-বাড়িতে হাসিই যেন নামে !
 

                            ***
খোদার দেওয়া ফুল পাখিদের রূপের আকর্ষণে
চোখের সাথে মন ছুটে যায় অনেক দূরের বনে
সাকির জামের নেশার পরে বনের কাছে গিয়ে
দেখছি সবার রূপের আগুন বাড়ছে ক্ষণে ক্ষণে !

                            ***
সরাইখানায় ঢুকতে আমায় দিচ্ছে বাধা, সাকি;
সাকির নেশার প্রবল টানে সরাইর কাছেই থাকি।
খুঁজছি ছুতা আবার ঢোকার সাকির জামের মেলায়
মন গলাতে মাতাল গলায় করছি ডাকাডাকি !
 

                            ***
তোমার জামের আশায় আছি, ভাবছো কেন সাকি ?
আমার জীবন কাটবে এমন, এখন যেমন থাকি !
এ সব দিনের হিসাব যদি বদলে ফেলেন বিধি
তুমিই আমায় আনবে ডেকে, এখন যেমন ডাকি।

 

                            ***