আলোকজল
আশরাফ রোকন

লিখতে লিখতেই একদিন লেখা শেষ হয়ে যাবে
অমর কবিতাশিল্প!
না লিখলে কি করে বুঝবো কোথায় অনগ্রসরতা?
সঞ্চিত দুঃখের মুক্তোগুলি একসঙ্গে জড়িয়ে গাঁথতে হবেই
এক সুদীর্ঘ শব্দমালা-
বাতাসকে বুঝতে পারার মতো শক্তি তাহলে আমি পাবো;
আর এই যে লিখছি এখন অর্থহীন কিছু তারও অর্থ
কিন্তু সেই একটাই-ভালোবাসা,
শব্দবিশ্বের প্রতি নির্মোহ টান:
যা লিখিনি, যা লিখবো বলে ভাবিনি অথচ লেখা হবে
লিখতে লিখতেই হয়ত তার সন্ধান পাবো
যাকে আরাধ্য ভেবে পৃথিবীর সব ফুল উন্মুখ
তাকিয়ে রয়েছে, সব পাখি গাইছে গান
তারাদের অফুরান জ্যোতি বিন্দু বিন্দু আলোকজল
ছড়িয়ে পড়েছে সবদিকে
নদীগুলো ছুটেছে সাগরময়
তৃণদের চোখেও রূপোলি বিস্ময়, কুয়াশা রঙিন;
লিখতে লিখতেই কুয়াশা ভেদ করা যাবে
পাখিদের হিমে আক্রান্ত ডানায় আঁকা
একটু রোদের চিকিৎসা।