রহস্যলতিকা
চ্যবন দাশ
রহস্যলতিকা, আজ বসে আছো ভেবে
তোমার ঘূর্ণনরীতি কেন্দ্রাভিমুখে ছুটে আসছে
বারবার
ফলত তোমার যাপনরীতি কিছুটা
স্থূল
জটিল রৈখিক
তাতে ঝুলে আছে তেলাক্ত ভ্রমণের কলা
এইবার ভেবে দেখা যাক
রহস্যলতিকার নামে কতবার ঠকিয়েছে
কতবার তাকে বসতে দিয়েছ ঘরে
|
প্রতিকৃতি
চ্যবন দাশ
আয়নার সামনে মানুষের প্রতিকৃতি
কীরূপে জেগে ওঠে
তাতে কতটুকু আত্মপরিচয় উঠে আসে হাতে
দীর্ঘ রাত্রির ক্লান্তি কতটুকু ফুটে উঠেছে
নাকি প্রতিবিম্বে সহসাই ঝরে পড়ছে সব
নাকি সংসার
বিমুখ ক্লান্ত মুখগুলো ফিরে আসছে
বাড়ি ফেরার আকুলতা নিয়ে
|