রূপকথার শরীর
কাজী জিন্‌ নূর

আজ আমার চক্ষু থেকে ঘুম ক্ষয়ে যাচ্ছে
রূপকথার শরীর বেয়ে নামছে বৃষ্টি কারুকাজ
গাছে গাছে চলে যাচ্ছে মনপোড়াপাখি
তুমি সম্ভাবনার দ্বার খুলে যেভাবেই আসো না কেন
আমি সব সময়ই প্রস্তুত
আমাদের মাঝে বহু বছর কেটে গেছে দেখা-সাক্ষাৎহীন
বদলে গেছি আমি
বদলে গেছে সময়
এখন তোমার জন্যে বন্ধুতা আছে প্রেম নেই
ভালোবাসা আছে কাম নেই
ফ্রিজিড নিঃশ্বাস আছে উষ্ণতা নেই
যতটুকু আছে পোড়ামন, ধ্যানে
কোনও দুর্বলতা এখন আর নেই তৃণলতা জানে।
 

 

 

 

 

 

 


অন্যরকম চোখ
কাজী জিন্‌ নূর

 

মেঘ লুকোবার পূর্বের জেনেছি বৃষ্টি প্রতিভা
পুরনো কথার ছলে আমাদের যে নৈকট্য-প্রবাস
আমি তো সব লিখতে চাই বৃষ্টির গায়ে
পথের ব্যঞ্জন কাদামাটির মহিমায় আক্রান্ত
আলপথে জল জমে সাতরঙা ভোরে
উড়ালের সন্নিকটে পাখিখেলায় আমার ছায়া মাড়ায় অতলরাত্রি
ফিরে আসার সূত্র ধরে গেয়ে যাও মাঝি-
ওগো মাঝি নাও ভিড়াও কিনারে!