না-ফোটা ফুল

সেজুল হোসেন

এভাবেই বদলে যাবে সবকিছু
ঝরে যাবে না-ফোটা সব ফুল, তবু
মুহূর্তটি সত্য নয় যখন
মৃত্যু-সম্পৃক্ত আয়ুতে ভেসে ওঠে
বেঁচে থাকা বাতাস।
ক্ষয়ে গেছে ইচ্ছে-রঙিন আলো
বয়সের পূর্ণতা অপূর্ণ ভালোবাসায়;
বদলে যায়, তবু
মুহূর্তটি সত্য নয় যখন-
ফিরে আসে পাতা কুড়োনো ভোর আর
জন্মদাগ ছেনে ভেসে উঠে সুন্দর পারাপার।
ঝরে যাওয়া ফুলের স্পর্শপুলকে
বদলে যায় সবকিছু
খসে যায় না ফোটা সব ফুল, তবু
মুহূর্তটি সত্য নয় যখন-
সম্পূর্ণ ধরা পড়ে পুড়ে-যাওয়া বাঁক
আর শিয়রে বসে থাকে
এক ঝাঁক নীল পায়রা।

 

শিকড় থেকে দূরে

সেজুল হোসেন


তুমি শিকড় থেকে সামান্য দুরে আছো ঘুমহীন।
তোমার চোখে রক্ত আছে কালো, পুঁজ আছে নীল,
পোড়াক্ষতের মতো বেদনা আছে, তাই
ভালোবাসার স্তব্ধ জ্বলন বুঝো না।
পাহাড়ে হ্রদ ছিল গোপন, হ্রদের ছিল ঢেউ
ঢেউয়ের কৃত্রিম ডাক মেঘ জানে, রোদ জানে
তুমি জানো না।
তুমি শিকড় থেকে সামান্য দূরে।