মনবনে আমাদের কবিতা...

অরূপ ঘোষ

মনবনে আমার কবিতাখানি...
আমার লাবণ্য আমার বনানী
অমিত রায়ের লাবণ্য ছিল
আমারও এক লাবণ্য আছে
শেষের কবিতা থেকে এই দু’হাজার দ’শে
কোন আশায় আজও মন প্রেম করে
যন্ত্র সভ্যতায় প্রেম হয়ে যায় আজও বন্যার সাথে!
আমার লাবণ্য সে
না কি সে আপন আবর্তে এক স্বাভিমানী ললনা
আমার প্রেমিকা সে
না কি সে নিজের অন্তঃস্থলে শুকসারী
কে জানে
তাকে আমি ভালবাসি
আমার অন্তরাত্মা জানে
তাকে আমি খুঁজে পেলাম সেদিন দুপুরে একাকীত্বের নির্জনতায়
এক্কা দোক্কা খেলতে খেলতে
তার পায়ের পাতার আলতা ধূসর গোলাপী হলে
নতশিরা ইষত অবনতা পর্নাঋতু সে এল আমার ওষ্ঠ সমীপে
আমি তার চিবুক দু'হাতে ধরে আনত মুখখানি তুলে
বলেছিলাম কোথা ছিলে তুমি ওগো আমার প্রেম আমার লাবণ্য
তুমি থাক এই ভবঘুরে কবির কাছে পুরুষ তোমাকে ভালবাসে...
ভালবাসে কবি...
ভালবাসে মন...
তুমি যেওনা তুমিই আমার কবিতা
তুমিই আমার লেখা তুমিই আমার বনানী
তুমিই আমার মনমিতা বিথী বনলতা
তোমাকে আমার খুব প্রয়োজন
তুমি ছাড়া জন্মাবেনা আমাদের নতুন সন্তান – কবিতা!