প্রবাসীর ব্যথা
মৌসম মুখার্জী
মাগো,
আজ অনেক দিন পর
তোমার অভাব বোধ করছি,
আজকে সকাল থেকেই
কেন জানিনা আমার বুকের ভিতরটা কেবল হু হু করছে,
খালি মনে পড়ছে-
সেই ছেলেবেলার দোলের মেলা
সীমাহারা সেই মাঠ
যেখানে একটা ছোট্ট ছেলে সারাদিন শুধু খেলে বেড়াত,
তোমার সেই শীতল গাছে হাওয়া
আমার সেই চেনা মাটির গান সব সবকিছু।
মাগো,
কতদিন তোমার হাতের বাড়াভাত এ কপালে জোটেনি
কতদিন কেউ তোমার মতো আমায় ভালবেসে কাছে ডাকেনি।
মাগো,
আজকে আমি বড় একা
সব পেয়েও সর্বহারা
তাইতো সদাই কাঁদি আমি
তোমার কাছে যেতে,
ভাল থেকো।
|