সোমবার
কোয়েল সাহা

আজ বুদ্ধ পূর্ণিমা...দিনটা সোমবার
মা বলে......দিনটা নাকি ভালো
যদিও গুমোট গরম...মেঘলা আকাশ
চারিদিক শুধু কালো আর কালো
আজি আমি এসেছিলাম এই মায়েরই কোলে।

মায়ের নাম রীতা......খুবি সাদামাটা নাম
সেই থেকেই ভেবেচিন্তে সম্রীতা...
সম্রীতা আমি...আমারি কথা বললাম।

শৈশবের খোলা মাঠ ছিলনা আমার...ছিল
শধু একটা জানালা...যার ভেতর দিয়েই
চাঁদ, শনি, রাহু, মঙ্গল করতো খেলা।

বাইরের পৃথিবীটা বাইরেই ছিল...চৌকাঠও পেরোয় নি
বাবা, মা, আমি, আমাদের প্রতিদিনের সংসার।

একদিন কোথা থেকে জানালা ভেঙ্গে
সেই কালো মেঘ আছড়ে পড়ল...
ভেঙ্গে পড়ল অঝোর ধারে... বৃষ্টি...
বৃষ্টির নাম ছিল .....ক্যানসার

কালো বৃষ্টিতে সেই ভেজা চেহারা মায়ের
সব সাদা হয়ে গেল...পরে রইলাম
আমরা... রীতা আর সম্রীতা।

এক সোমবারের কালো মেঘ...
আরেক ভালো সোমবার কে ভিজিয়ে ছিল
মা এখনো বলে...দিনটা নাকি ভালো।