চিরভাস্বর প্রেমিকা

 

কে তুমি এই জীবন্ত ভাস্কর্যের উন্মোচিতা প্রতিলিপি

এলে যদি আরও প্রাণ নিয়ে কেন এলেনা ওগো মোর প্রতিচী

সর্বাঙ্গে মুদ্রামালা মাঝে তোমার কত না বলা কথা

জাগাল আশা বাজাল বাঁশী অতলে বয় নীরব ব্যাথা

তুমি নির্বাক উচ্চারিত উদ্দাম চঞ্চলা চিত্রিণী

তব কিঙ্কিনি ঝঙ্কারে মোর মন নাচে রিনিঝিনি

তুমি গজগামিনী মম চিত্তে, আঁধারেতে শঙ্খিনী, পদ্মিনী মম অন্তরে

তুমি কে যার তরে থেমে থাকা যায় পথ মাঝে তৃষ্ণার্ত এই দূর প্রান্তরে

সুন্দর তুমি যেই হও তুমি অমূল্য তোমার সৃষ্টিকর্তা স্বপ্নপুরের শ্রেষ্ঠ কারিগর

তোমার ইঙ্গিতে মৌসুমী বায়ু মোর পরাণে প্রেম নিয়ে এল ওগো চির ভাস্বর

নীরবে এ’প্রান্তে তোমায় দেখতে থাকে তোমার অচেনা সে – ইতি অনাম্নী স্বাক্ষর... 

...........................................................................................................................................

 

 

আগের পাতা                                   পরের পাতা