কাব্য কণিকা
 

সুপ্রতীক অরূপ

পথ চলেছে পথের মত
আমার মনের সঙ্গে তত
পদ যুগলের ক্লান্তি নেই
তুমি আছ পথের শেষেই
***
তুমি ছিলে প্রথম প্রেম
সম্পর্কের ঘর এখন হারেম
তোমাকে আমি আজও খুঁজি
তোমার প্রেমই আমার পুঁজি
***
কি করে যে কেটে গেল
সময় কেন জানেনা
এই তো সেদিন সে’ এল
তিপ্পান্ন কোনও বাঁধা মানেনা
***
নতুন করে শুরু করব
ভাবছি আবার প্রেম করব
দিন গুলি মোর সোনার খাঁচাবিহীন থাকবে
জীবন এখন খোলা আকাশের নীচে বাঁচবে
 

 

প্রথম পাতা