শহীদ মুক্তি যোদ্ধার পাশে দাঁড়িয়ে

আবদুল খালেক

তোমাকে আজ যে মানুষটি হত্যা করেছে-
কেমনে বুঝাব ভাই,সে কুৎসিত ,মানুষ নয়
হূদয়হীন বর্বর,আরও কত নিধন করেছে প্রাণ,
ভাসিয়েছে কান্নার মহাসমুদ্র কত ঘরময়।
তোমার রক্তে ভেসেছে বাঙ্গলার সবুজ ঘাস
কত শহীদের রক্তসুবাস বাতাসে বেড়াচ্ছে ঘুরে,
সে শোকের বোঝা রেখে দিগন্তের নিরুদ্দেশে-
দেশ মুক্তির শপথ নিলাম নূতন সাজে সাজি।
শুনি তোমার কণ্ঠ বাঙ্গলার শ্যামলের মাঝে
স্বাধীনতার স্বাদ নিবই মোরা কঠোর সাধনে।
ছূয়েছি তোমাকে,মেখেছি রক্ত লোমকাটা শরীরে
প্রতিশোধ নেবই ,তোমার সূর্য শপথ বাঁচাতে।
তুমি স্মরণীয়,বরণীয় মোদের সকল অহংকারে
হত্যার প্রতিদান দিব যুদ্ধে,প্রাণের বাজি ধরে।
 

২৪/০৬/৭১