নববর্ষের নবসূর্যোদয় আরতি দে নববর্ষের নবসূর্যোদয় নবযুগের নতুন অধ্যায় পুরাতন সব মুছে যাক আসুক চেতনা, জাগরণ, অভ্যুদয়। ঘুচে যাক সব গ্লানি মালিন্য ক্লেশ কালিমা, শুচিস্নানে স্নিগ্ধ চিত্ত হয়ে পবিত্র জাগাক মহিমা। নবরূপে মোরা গড়বো সমাজ দৃঢ় এই প্রত্যয় ভালবাসার হাত বাড়ায়ে সব বাধা করি জয়। গরীব দুখী ধনী দরিদ্র সব এক, দূর করি যত সংশয় বৈষম্যের দেয়াল চূর্ণ হোক হোক সংকীর্ণতার অবক্ষয় মহামিলনের মহাক্ষণে সারাবিশ্ব আলোকময়। মহামন্ত্রে দীক্ষিত হয়ে পবিত্র লগ্নে করি অঙ্গীকার আসবে আবার এই মুহূর্ত একটি বছর হলে পার।
|