জল পড়ে পাতা নড়ে ফিরোজা হারুন
জল আর পাতা মিলে দুজনে সুজন, ছন্দের হাত ধরে দাঁড়ালো দু’জন।
ফোঁটা ফোঁটা জল পড়ে পাতায় পাতায়
বৃষ্টির ধারা নামে বাগানের আঙিনায় জলকেলি করে রাধা, শ্যাম পিছু ধায়। রিমঝিম বাদলের নূপুরের ছন্দে চঞ্চলা পায়ে নাচে প্রকৃতি আনন্দে।
বাগিচার এককোণে, কে যে বসে বাতায়নে দেখেছিল বরষার রূপ রস গন্ধ তন্ময় হয়েছিল মগ্ন দু’দন্ড। বৃষ্টির গান আর বাতাসের বাদ্য, বীণাখানি দিয়ে বলে সুর তোল সদ্য।
ছন্দের শিহরণে পুলকিত ‘রবি’ জল পড়ে পাতা নড়ে বলে ওঠে কবি। ছন্দ নূপুর পরে বাণী পেল প্রাণ, তালে তালে বেজে ওঠে কবিতার গান। কাব্যের পরশ পেল কবির অন্তর, জন্ম লভিল কবিগুরু জাদুকর।
|