প্রাচীন নির্জনতা

 

এই পার্থিব পথের প্রাচীনতা সূর্যের কাছাকাছি

তোমাকে শোনাবে স্বপ্ন- মায়া- মৃত্যুর গল্প

ভোর হলে কুয়াশার ইন্দ্রজালে

তোমাকে কুহকিনীর হাতছানি দিবেই।

পথিক, আজ তুমি ঘাসফুল হাতে নাও

উদাসী ঘাসপোকার জীবন তোমার দুই আঙ্গুলে

পথের আনন্দ তোমার মানসীর মতোই

তুমিও পথ ভুলে আবারো সত্যি পথই বেছে নাও।

 

পথের প্রাচীন নির্জনতা আমাকেও স্পর্শ করে

শুনতে পাই স্বপ্ন – মায়া- মৃত্যুর উপাখ্যান

হাজারো মানুষের নীরবে হেঁটে যাওয়া

প্রাচীন পথের প্রাচীনতাকে আরো গাঢ় করে

 

ঘাসপোকা অজানা জীবন, মৃদু ঝোপ -

মৃদু বাতাস ইন্দ্রজাল নিয়ে দোলে।

 

 ~~ নীল স্বপ্ন ~~

 

জানুয়ারি ২৩,২০০৮