কাব্য কণিকা

 

 

সুদূরের নীলে নিকষ কালোর আড়ালে
নও তুমি সুবাসিনী অনুভূতির নাগালে
অনাঘ্রাতা চাঁদনী মধ্য রাতের নীলে
অবোধ আমি, নিঃশব্দে কখন তুমি এলে
তন্বী সীমন্তিনী তুমি কালো আকাশের নীচে
চিত্রিণী তুমি অবোধ মনের উঠোনে কবির মনকে সিঁচে
রুপোলী জমির পর পীন পয়ধরা তব পদপত্রের নরম চলা,
কবির মন বিছানো জমি নাচ তুমি, অব্যক্ত কত বোধ না বলা
নীরবতার ভাষা নেই, কথা নেই আছে শুধু দিঠি
যদি পার একবার ফিরে চেয়ে পড়ে নিও এই চিঠি


সুপ্রতীক অরূপ

 

 

 

 

আগের পাতা                                পরের পাতা