কাব্য কণিকা
প্রথম সূর্যের দেশ তোমার
মৃত্তিকা ভূমি
তোমার তুলনা হে সুন্দরী শুধু যে তুমি
তুমি মোহিনী আকর্ষণের সমাধিক বেশী
অচিনপুরের অনাম্নী মন তোমাতেই খুশী
তোমার স্রষ্টাকে জানাই সংখ্যাতত্ত্বের উর্দ্ধে সেলাম
রূপে অনন্যা তুমি বিদূষী তোমাকে এখানে পেলাম
তুমি মন বনে থাক দেখিনি কোথাও তোমাকে আজও
শ্রীময়ী তুমি সমন্বিতা গুণান্বিতা এবার মনের রঙ্গে সাজ
সুপ্রতীক অরূপ