ক্যালেন্ডার
২০০৪
পুরুষ একবার ভালোবেসেছিল নারীকে, তারপর চলে গিয়েছিল ভাগাড়ে
নারী সেই দৃশ্য অংকিত করেছিল সর্বগ্রাসী শরীরের বিভিন্ন প্রদেশে।
২০০৫ (প্রথমার্ধ)
দেবালয় থেকে পাপের যাত্রা শুরু; মানুষ সেই অলৌকিকের উত্তরাধিকার হয়ে
বেঁচে থাকতে চায়। আর পশু প্রজাতিরা পাপহীন বেঁচে থাকে নিজস্ব মহিমায়
২০০৫(শেষার্ধ)
অধিত বিদ্যায় মানুষ হয়ে ওঠে মানুষের রুপান্তর। যাকে নিয়ে উন্মত্ত হয়
পবিত্র সরাব, আর কোন বিকারে নেই তিনি। তিনি আছেন, ছিলেন;
২০০৬
কারো চোখে প্রেম মানে নারীর প্রনয়; কারো চোখে প্রেম মানে
পুরুষের সচিত্র আলিঙ্গন; আর কারো চোখে প্রেম মানে বিক্ষত হৃদয়
২০০৭(মধ্যবর্তি)
নতজানু হতে যদি হয়, বুদ্ধের কাছে হবো; ঈশ্বরহীন দ্ব্যর্থ মন্ত্রে
তিনি মঙ্গলময়। অন্যরা সব লোভ আর ভয়ের ইস্তেহার বয়ে নিয়ে যায়
২০০৮ (প্রথমার্ধ)
আমরা প্রথমে জেনেছি শীতার্ত কুয়াশার ঘ্রাঁন ছুঁয়ে জেগে উঠছে আমাদের
ভালোবাসার বসত; তারপর বিস্ময়, অবশেষে ডুবে গেছি জলপাইর গহীনে
২০০৮(চলতি)
পুস্তকের ইশারায় বাণিজ্যের চরিত্র ঠিক হয়; পুস্তকের ইশারায়
বাণিজ্যের প্রসার ঘটে। পুস্তকের ইশারায় পুঁজি বাজরে ধস;
১৩.১০.০৮
|